দশম শ্রেণির ভূগোল প্রশ্ন প্রথম পর্যায় ২০২৫ ভূগোল প্রশ্ন ২০২৫ বিভাগ ক ১) সঠিক উত্তর নির্বাচন করে লেখো : ১.১) একটি বহিঃজাত প্রক্রিয়ার উদাহরণ হল — ক) ভূমিকম্প খ) পাত সঞ্চালন গ) অগ্ন্যুৎপাত ঘ) আবহবিকার ১.২) গ্রাফরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে — ক) টিল খ) ড্রামলিন গ) এসকার ঘ) বোল্ডার ১.৩) চলমান বালিয়াড়িকে বলে — ক) শটস খ) ধ্রিয়ান গ) ওয়াদি ঘ) ফ্লায়ার ১.৪) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত — ক) আরাবল্লী খ) বিন্ধ্য গ) মালগিরি ঘ) হিমালয় ২) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে অ লেখো। ১×৪=৪ ২.১) দুটি করির মাঝের উঁচু খাঁড়া অংশকে এরিটি বলে। ২.২) বারখান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি তৈরি হতে পারে। ২.৩) মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে। ২.৪) ব্রহ্মপুত্র নদ আরব সাগরে পতিত হয়েছে। ৩) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১×৪=৪ ৩.১) মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল _______। ৩.২) সমুদ্রের ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে__________ বলে। ৩.৩) ভারতের উচ্চতম জলপ্রপাতটি _______নদীর উপর অবস্থিত। ৩.৪) পাঞ্জাবের নতুন পলি গঠিত অঞ্...
ইতিহাস পড়ো, কেরিয়ার গড়ো
-
ইতিহাস পড়ো, কেরিয়ার গড়ো :
[image: ইতিহাস পড়ো কেরিয়ার গড়ো, ইতিহাস পড়ে লাভ কী, ইতিহাস পড়বো কেন?,
ইতিহাস পড়ার প্রয়োজনীয়তা?]
ইতিহাস পড়ো, কেরিয়ার গড...
৫ সপ্তাহ আগে