দশম শ্রেণির ভূগোল প্রশ্ন প্রথম পর্যায় ২০২৫
ভূগোল প্রশ্ন ২০২৫
বিভাগ ক
১) সঠিক উত্তর নির্বাচন করে লেখো :
১.১) একটি বহিঃজাত প্রক্রিয়ার উদাহরণ হল —
ক) ভূমিকম্প খ) পাত সঞ্চালন গ) অগ্ন্যুৎপাত ঘ) আবহবিকার
১.২) গ্রাফরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে —
ক) টিল খ) ড্রামলিন গ) এসকার ঘ) বোল্ডার
১.৩) চলমান বালিয়াড়িকে বলে —
ক) শটস খ) ধ্রিয়ান গ) ওয়াদি ঘ) ফ্লায়ার
১.৪) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত —
ক) আরাবল্লী খ) বিন্ধ্য গ) মালগিরি ঘ) হিমালয়
২) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে অ লেখো। ১×৪=৪
২.১) দুটি করির মাঝের উঁচু খাঁড়া অংশকে এরিটি বলে।
২.২) বারখান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি তৈরি হতে পারে।
২.৩) মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে।
২.৪) ব্রহ্মপুত্র নদ আরব সাগরে পতিত হয়েছে।
৩) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১×৪=৪
৩.১) মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল _______।
৩.২) সমুদ্রের ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে__________ বলে।
৩.৩) ভারতের উচ্চতম জলপ্রপাতটি _______নদীর উপর অবস্থিত।
৩.৪) পাঞ্জাবের নতুন পলি গঠিত অঞ্চলকে ________বলে।
৪) একটি বা দুটি শব্দে উত্তর দাও। ১×৪=৪
৪.১) হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কী বলে?
৪.২) বায়ুর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি কী?
৪.৩) আন্দামানের দুটি আগ্নেয় দ্বীপের নাম করো।
৪.৪) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?
৫) বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। ১×৪=৪
ক) দক্ষিণ ভারত — i) ম্যাটারহর্ণ
খ) থর মরুভূমি —ii) লুনি
গ) পিরামিড চূড়া — iii) গোদাবরী
ঘ) অন্তর্বাহিনী নদী —iv) ধান্ধ
খ বিভাগ
৬) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ২×২=৪
৬.১) ড্রামলিন কী?
৬.২) ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য দুটির নাম লেখো।
৭) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
৭.১) ইয়ারদাঙ ও জ্যুইগান কীভাবে সৃষ্টি হয়?
৭.২) নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
৮) ব্যাখ্যামূলক উত্তর দাও। ৫×২=১০
৮.১) নদীর ক্ষয় কার্যে গঠিত তিনটি ভূমিরূপের বর্ণনা দাও।
৮.২) ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো।
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন