মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] উত্তর পাওয়া যাবে প্রশ্নের শেষে । ১.১) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে— ক) আবহবিকার, খ) পর্যায়ন প্রক্রিয়া গ) অন্তর্জাত প্রক্রিয়া, ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া ১.২) মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়— ক) ইয়ারদাং, খ) জিউগেন গ) বালিয়াড়ি, ঘ) ইনসেলবার্জ ১.৩) অশ্ব অক্ষাংশ অবস্থিত— ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয় গ) মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ঘ) মেরু উচ্চচাপ বলয় ১.৪) দিনরাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়— ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে গ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ১.৫) সমুদ্রস্রোত সৃষ্টি নির্...
বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা
-
বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
[image: Three requirements for waste management, বর্জ্য ব্যবস্থাপনার তিনটি
প্রয়োজনীয়তা,Mention three r...
২ মাস আগে