সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০

Madhyamik Geography Questions 2020, মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০, দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন,
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০

বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

বিভাগ : ক

১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪]

উত্তর পাওয়া যাবে প্রশ্নের শেষে

১.১) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে—

ক) আবহবিকার, খ) পর্যায়ন প্রক্রিয়া 
গ) অন্তর্জাত প্রক্রিয়া, ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া 

১.২) মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়—

ক) ইয়ারদাং, খ) জিউগেন
গ) বালিয়াড়ি, ঘ) ইনসেলবার্জ 

১.৩) অশ্ব অক্ষাংশ অবস্থিত—

ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয় 
গ) মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ঘ) মেরু উচ্চচাপ বলয়

১.৪) দিনরাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়—

ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে 
গ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে 

১.৫) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে—

ক) বায়ু প্রবাহের উপর, খ) পৃথিবীর পরিক্রমণ গতির উপর 
গ) মগ্ন চড়ার উপর, ঘ) সবকটি প্রযোজ্য 

১.৬) কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়—

ক) দু'ঘণ্টার বেশি, খ) ছয় ঘন্টার বেশি 
গ) চার ঘন্টার বেশি, ঘ) আট ঘন্টার বেশি 

১.৭) যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়—

ক) পরিস্রাবক ঘূর্ণায়ণ, খ) তাড়িতিক অদক্ষেপক 
গ) স্ক্রাবার ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা 

১.৮) ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল—

ক) নিরক্ষরেখা, খ) মকরক্রান্তি রেখা 
গ) মূল মধ্যরেখা, ঘ) কর্কটক্রান্তি রেখা 

১.৯) গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল—

ক) কোলেরু, খ) পুলিকট 
গ) চিলকা, ঘ) ভেমবনাদ

১.১০) ভারতের সর্বাধিক জল শেষ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল—

ক) কূপ ও নলকূপ, খ) জলাশয় 
গ) খাল, ঘ) ফোয়ারা 

১.১১) ভারতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়—

ক) গ্রীষ্মকালে, খ) শরৎকালে 
গ) বর্ষাকালে, ঘ) শীতকালে 

১.১২) সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়—

ক) ইক্ষু চাষে, খ) চা চাষে 
গ) পাট চাষে, ঘ) কফি চাষে 

১.১৩) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত—

ক) জুনপুটে, খ) কলকাতায় 
গ) শংকরপুরে, ঘ) হলদিয়ায়

১.১৪) ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল—

ক) বাদামি, খ) কালো
গ) লাল, ঘ) নীল

উত্তর পেতে এখানে ক্লিক করো

বিভাগ : খ

২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোন ৬টি) : [১×৬=৬]

২.১.১) ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ।
২.১.২) মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।
২.১.৩) এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।
২.১.৪) সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। 
২.১.৫) পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। 
২.১.৬) শিবালিক পর্বতের পাদদেশে নুরি অলি ও বাণী গঠিত মৃত্তিকাকে বেট বলে। 
২.১.৭) উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। 

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যেকোনো ৬টি) : [১×৬=৬]

২.২.১) আবহবিকার ও হয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে __________ বলা হয়।
২.২.২) মরু অঞ্চলে বায়ুর _______ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 
২.২.৩) বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ________ পায়।
২.২.৪) সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে _________ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
২.২.৫) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH ________।
২.২.৬) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা _______ এ অবস্থিত। 
২.২.৭) বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ________ বর্জ্য। 

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যেকোনো ছয়টি) : [১×৬=৬]

২.৩.১) পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
২.৩.২) ভূপৃষ্ঠের কোন্ অঞ্চলের উপর বায়ুমন্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে?
২.৩.৩) পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কী?
২.৩.৪) কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
২.৩.৫) ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো।
২.৩.৬) ভারতের কোন্ শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়?
২.৩.৭) ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? 
২.৩.৮) উপগ্রহ চিত্র কোন্ রূপে প্রকাশ করা হয়?

২.৪) বাম দিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো। [১×৪=৪]

বামদিক ডানদিক
২.৪.১ রত্না ১. পাইন
২.৪.২ সরলবর্গীয় অরণ্য ২. মার্মাগাও
২.৪.৩ রেলের বগি নির্মাণ কেন্দ্র ৩. উচ্চফলনশীল ধান বীজ
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানি কারক বন্দর ৪.  পেরাম্বুর
উত্তর :
বামদিক ডানদিক
২.৪.১ রত্না ৩. উচ্চফলনশীল ধান বীজ
২.৪.২ সরলবর্গীয় অরণ্য ১. পাইন
২.৪.৩ রেলের বগি নির্মাণ কেন্দ্র ৪. পেরাম্বুর
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর ২. মার্মাগাও

উত্তর পেতে এখানে ক্লিক করো

৩) নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : [২×৬=১২]

বিভাগ : ঘ

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : [৩×৪=১২]

৪.৩) ভারতের সড়ক পথ ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধা আলোচনা করো।
অথবা, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো।
৪.৪) ভূবৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো।
অথবা, জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো।

বিভাগ : ঙ

৫.১) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। [৫×২=১০]

৫.১.১) হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 
৫.১.২) বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো।
৫.১.৩) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
৫.১.৪) পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।

৫.২) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। [৫×২=১০]

৫.২.১) ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ গুলি ব্যাখ্যা করো।
৫.২.২) ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
৫.২.৩) পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪) ভারতের নগরায়নের প্রধান সমস্যা গুলি আলোচনা করো। 

বিভাগ : চ

৬) প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম-সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।

৬.১) আরাবল্লী পর্বত 
৬.২) নর্মদা নদী 
৬.৩) উত্তরপূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র 
৬.৪) ভারতের অরণ্য গবেষণাগার 
৬.৫) পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল 
৬.৬) একটি কফি উৎপাদক অঞ্চল 
৬.৭) ভারতের রুর অঞ্চল 
৬.৮) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র 
৬.৯) পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর 
৬.১০) উত্তর ভারতের বৃহত্তম মহানগর 
-----------xx-----------

মন্তব্যসমূহ

===============================
QUESTION BANK (সূচিপত্র)
===============================
===============================
এই সব প্রশ্নের আদর্শ উত্তর পেতে চাও?
তাহলে
নিচের বইগুলো ভিজিট করো
===============================

বহুলপঠিত প্রশ্নাবলী

উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা - ২০২৪

উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা - ২০২৪ ক ভাষা (নতুন পাঠক্রম) মোট সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                           পূর্ণমান : ৮০ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেয়া হবে। রূপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে। নির্দেশাবলী : 🔘 এই প্রশ্ন পুস্তিকাটি পৃষ্ঠা সংখ্যা ১৬। 🔘 প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যত্র নয়। 🔘 বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি) ১. ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো ১৮ টি প্রশ্নের উত্তর দাও)। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় : (i) সংসারে তার নাকি মন নেই। — এখানে যার কথা বলা হয়েছে সে হল - ক) মৃত্যুঞ্জয়                          খ) মৃত্যুঞ্জ...

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন । নির্বাচনী পরীক্ষা - ২০২৪

  বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) নির্বাচনী পরীক্ষা - ২০২৩ দশম শ্রেণি, বিষয় - ভূগোল সময় : ৩ ঘ. পূর্ণমান : ৯০ বিভাগ — 'ক' ১) নিম্নলিখিতগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১X১৪ = ১৪ ক) শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় - i) ধান্দ  (ii) V - আকৃতির উপত্যকা iii) ক্যানিয়ন iv) মন্থকূপ খ) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –  1) বহির্জাত প্রক্রিয়া ii) অন্তর্জাত প্রক্রিয়া iii) গিরিজনি আলোড়ন iv) মহীভাবক আলোড়ন গ) উল্কা পিও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে  i) আয়নোস্ফিয়ার ii) স্ট্র্যাটোস্ফিয়ার iii) মেসোস্ফিয়ার iv) এক্সোস্ফিয়ার ঘ) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় – i) থার্মোমিটার ii) ব্যারোমিটার  iii) হাইগ্রোমিটার iv) অ্যানিমোমিটার ঙ) এল নিনোর প্রভাব দেখা যায়। (i) আটল্যান্টিক মহাসাগরে (ii) প্রশান্ত মহাসাগরে iii) ভারত মহাসাগরে iv) সুমেরু মহাসাগরে চ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – i) ভরা কোটাল ii) মরা কোটাল iii) পেরিজ...

একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন বার্ষিক পরীক্ষা - ২০২৪

একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন  বার্ষিক পরীক্ষা বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা) বার্ষিক পরীক্ষা - ২০২৪  একাদশ শ্রেণি । বিষয় : ভুগোল সময় তিন ঘন্টা : পূর্ণমান - ৭০ বিভাগ - ক ১. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) ১ x ২১ = ২১ i ) পাত শব্দটি প্রথম ব্যবহার করেন ক) স্পিচো খ) মেকেঞ্জি গ) পার্কার ঘ) উইলসন ii) নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ক) ট্রানস্ফার চ্যুতি খ) বেনিয়ক জোন গ) ত্রিপাক সংযোগ ঘ) মধ্যম মহাসাগরীয় শৈলশিরা iii ) ‘History of Ocean Basin’ বইটি লেখেন ক) এইরি খ) হ্যারি হেস গ) প্র্যাট ঘ) ওয়েগনার iv) মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে ক) বাতের অভিসারী চলনের ফলে খ) প্রতিসারী চলনের ফলে গ) গিরিজনী আলোড়নের ফলে ঘ) মহিভাবক আলোড়নের ফলে v) ম্যাঘমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে ক) সিল খ) ডাই্ক গ) ল্যাকোলিথ ঘ) লোপোলিথ vi) জলবায়ু ভেবে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলে ক) হ্যাবিটেট সাকসেশন গ) বায়োম ঘ) জীবভর vii) একটি গচ্ছিত সম্পদের উদাহরণ ক) সূর্যালোক খ) বায়ু গ) কাঠ ঘ) কয়লা viii) সূচালো ক্ষুদ্র পত্র যুক্ত কাজ দেখা যায় য...