সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন । নির্বাচনী পরীক্ষা - ২০২৪

 বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ)

নির্বাচনী পরীক্ষা - ২০২৩

দশম শ্রেণি, বিষয় - ভূগোল
সময় : ৩ ঘ. পূর্ণমান : ৯০

বিভাগ — 'ক'

১) নিম্নলিখিতগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১X১৪ = ১৪

ক) শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় -
i) ধান্দ  (ii) V - আকৃতির উপত্যকা
iii) ক্যানিয়ন iv) মন্থকূপ

খ) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে – 
1) বহির্জাত প্রক্রিয়া ii) অন্তর্জাত প্রক্রিয়া
iii) গিরিজনি আলোড়ন iv) মহীভাবক আলোড়ন

গ) উল্কা পিও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে 
i) আয়নোস্ফিয়ার ii) স্ট্র্যাটোস্ফিয়ার
iii) মেসোস্ফিয়ার iv) এক্সোস্ফিয়ার

ঘ) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় –
i) থার্মোমিটার ii) ব্যারোমিটার 
iii) হাইগ্রোমিটার iv) অ্যানিমোমিটার

ঙ) এল নিনোর প্রভাব দেখা যায়।
(i) আটল্যান্টিক মহাসাগরে (ii) প্রশান্ত মহাসাগরে
iii) ভারত মহাসাগরে iv) সুমেরু মহাসাগরে

চ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে –
i) ভরা কোটাল ii) মরা কোটাল
iii) পেরিজি জোয়ার iv) অ্যাপোজি জোয়ার

ছ) নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য – 
i) প্লাস্টিক বর্জ্য ii) কৃত্রিম রবার বর্জ্য 
iii) অ্যালুমিনিয়াম পাত iv) সবকটিই প্রযোজ্য।

জ) নিম্নলিখিত রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় –
i) মধ্যপ্রদেশ ii) অন্ধ্রপ্রদেশ 
iii) বিহার iv) উত্তরপ্রদেশ

ঝ) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল—
1) ভাকরা নাঙ্গাল ii) দামোদর 
iii) রিহাদ iv) হিরাকুঁদ

ঞ) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে –
i) গাঙ্গেয় সমভূমি ii) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল 
iii) সুন্দরবন iv) মরু অঞ্চল।

ট) গম হল একটি
i) খারিফ শস্য ii) রবি শস্য 
iii) জাमি শস্য iv) পানীয় শস্য

ঠ) উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে -
i) পূর্ব পশ্চিম করিডর ii) সোনালী চতুর্ভূজ
iii) রূপালি চতুর্ভূজ iv) উত্তর-দক্ষিণ করিডর

(ড) ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয় – 
1) চেন্নাই ii) বেঙ্গালুরু 
iii) কলকাতা (iv) মুম্বাই

(ঢ) ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল - 
i) IRS ii) LANDSAT
iii) SPOT iv) STATION 

বিভাগ— ‘খ’

২) 

(২.১) নিম্নলিখিত বাক্যগুলি 'শুদ্ধ' হলে পাশে 'shu' এবং 'অশুদ্ধ' হলে পাশে 'অ' লেখ :

ক) জলপ্রপাতের পাদদেশে মহুকূপের সৃষ্টি হয়।
খ) বায়ু চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
গ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ করা যায়।
ঘ) সূর্য, চাদ, পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
ঙ) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল উত্তরপ্রদেশ।
চ) পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্পদানব' বলা হয়।

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর : ১×৬=৬

ক) হিমবাহ সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে _________ বলে।
খ) বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ____________ বলে।
গ) ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবলবেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, তাকে বলে _________।
ঘ) যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায়, তাকে বলে ____________।
ঙ) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ __________।
চ) দেবপ্রয়াগে ভাগীরথী ও __________ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও :

ক) নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়?
খ) ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যা
গ) বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?
ঘ) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
৬) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
5) কোন মানচিত্রে সমোন্নতিরেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়।

২.৪) বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
    বামদিক -----------ডানদিক
    তাল                      আধি
    ঝুমচাষ                 ভেম্বানদ
    রাজস্থান               পশ্চিম হিমালয়ের হ্রকেবানা

বিভাগ – 'গ'

৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১. হিমশৈল কী?
৩.২. অ্যাপোজি জোয়ার কাকে বলে?
৩.৩. বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝ?
৩.৪. সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
৩.৫. মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝ?
৩.৬. ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো।

বিভাগ – “ঘ”

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও

৪.১) নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠে কেন?
৪.২) অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখ।
৪.৩) পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ লেখ।
৪.৪) ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা কারো।

বিভাগ – 'ঙ'

(৫) ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও :

৫.১) বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট তিনটি ভূমিরূপ বর্ণনা কর।
৫.২) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় চিত্রসহ ব্যাখ্যা কর।
৫.৩) পূর্ব ও মধ্য ভারতে লোহা-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
৫.৪) উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্যের পার্থক্য লেখ।

বিভাগ — ‘চ’

৬) প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও :

৬.১) ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ
(৬.২) বিন্ধ্য পর্বত
৬৩) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী
৩.৪) ভারতের ম্যাঞ্চেস্টার
৬:৫) একটি মরু মৃত্তিকা অঞ্চল
৬.৬) বিশাখাপত্তনম বন্দর
৬.৭) পশ্চিম উপকূলের একটি বন্দর
৬.৮) বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
৬.৯) একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল।
(৬.১০) ইন্দিরা পয়েন্ট।

মন্তব্যসমূহ

===============================
QUESTION BANK (সূচিপত্র)
===============================
===============================
এই সব প্রশ্নের আদর্শ উত্তর পেতে চাও?
তাহলে
নিচের বইগুলো ভিজিট করো
===============================

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা - ২০২৪

উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা - ২০২৪ ক ভাষা (নতুন পাঠক্রম) মোট সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                           পূর্ণমান : ৮০ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেয়া হবে। রূপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে। নির্দেশাবলী : 🔘 এই প্রশ্ন পুস্তিকাটি পৃষ্ঠা সংখ্যা ১৬। 🔘 প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যত্র নয়। 🔘 বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি) ১. ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো ১৮ টি প্রশ্নের উত্তর দাও)। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় : (i) সংসারে তার নাকি মন নেই। — এখানে যার কথা বলা হয়েছে সে হল - ক) মৃত্যুঞ্জয়                          খ) মৃত্যুঞ্জ...

একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন বার্ষিক পরীক্ষা - ২০২৪

একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন  বার্ষিক পরীক্ষা বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা) বার্ষিক পরীক্ষা - ২০২৪  একাদশ শ্রেণি । বিষয় : ভুগোল সময় তিন ঘন্টা : পূর্ণমান - ৭০ বিভাগ - ক ১. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) ১ x ২১ = ২১ i ) পাত শব্দটি প্রথম ব্যবহার করেন ক) স্পিচো খ) মেকেঞ্জি গ) পার্কার ঘ) উইলসন ii) নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ক) ট্রানস্ফার চ্যুতি খ) বেনিয়ক জোন গ) ত্রিপাক সংযোগ ঘ) মধ্যম মহাসাগরীয় শৈলশিরা iii ) ‘History of Ocean Basin’ বইটি লেখেন ক) এইরি খ) হ্যারি হেস গ) প্র্যাট ঘ) ওয়েগনার iv) মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে ক) বাতের অভিসারী চলনের ফলে খ) প্রতিসারী চলনের ফলে গ) গিরিজনী আলোড়নের ফলে ঘ) মহিভাবক আলোড়নের ফলে v) ম্যাঘমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে ক) সিল খ) ডাই্ক গ) ল্যাকোলিথ ঘ) লোপোলিথ vi) জলবায়ু ভেবে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলে ক) হ্যাবিটেট সাকসেশন গ) বায়োম ঘ) জীবভর vii) একটি গচ্ছিত সম্পদের উদাহরণ ক) সূর্যালোক খ) বায়ু গ) কাঠ ঘ) কয়লা viii) সূচালো ক্ষুদ্র পত্র যুক্ত কাজ দেখা যায় য...