মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩
![]() |
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩ |
বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
বিভাগ : ক
১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪]
১.১) যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে—
ক) নগ্নী ভবন, খ) আরোহন
গ) পর্যায়ন, ঘ) অবরোহন
১.২) মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল—
ক) অপসারণ, খ) অবঘর্ষ
গ) ঘর্ষণ, ঘ) লম্ফদান
১.৩) সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল—
ক) ১০১২.২ মিলিবার, খ) ১০১৩.২ মিলিবার
গ) ১০১৪.২ মিলিবার, ঘ) ১০১৫.২ মিলিবার
১.৪) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে—
ক) গ্রীষ্মকালে, খ) বসন্তকালে
গ) শীতকালে, ঘ) সারা বছরব্যাপী
১.৫) এল নিনোর প্রভাব দেখা যায়—
ক) আটলান্টিক মহাসাগর, খ) ভারত মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর, ঘ) উত্তর মহাসাগর
১.৬) কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল—
ক) ১২ ঘন্টা, খ) ১২ ঘন্টা ২৬ মিনিট
গ) ২৪ ঘন্টা, ঘ) ২৪ ঘন্টা ৫২ মিনিট
১.৭) নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হল—
ক) পারদ, খ) কৃষিজমির বর্জ্য
গ) সেলুলোজ, ঘ) রান্না ঘরের বর্জ্য
১.৮) বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল—
ক) ৩০টি, খ) ২৯ টি
গ) ২৮ টি, ঘ) ২৭ টি
১.৯) ভারতের সর্বোচ্চ মালভূমি হল—
ক) মালবের মালভূমি, খ) মেঘালয় মালভূমি
গ) তেলেঙ্গানা মালভূমি, ঘ) লাদাখ মালভূমি
১.১০) গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত—
ক) কানপুর, খ) এলাহাবাদ
গ) দেবপ্রয়াগ, ঘ) বারাণসী
১.১১) পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হল—
ক) জম্মু ও কাশ্মীর, খ) তামিলনাড়ু
গ) কেরল, ঘ) মেঘালয়
১.১২) ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল—
ক) কেরল, খ) তামিলনাড়ু
গ) কর্ণাটক, ঘ) অন্ধ্রপ্রদেশ
১.১৩) ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহইস্পাত কারখানা হল—
ক) দুর্গাপুর স্টিল প্লান্ট, খ) ভিলাই স্টিল প্লান্ট
গ) সালেম স্টিল প্লান্ট, ঘ) টাটা আইরন ও স্টিল প্লান্ট
১.১৪) ৭৪-M/৭ মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল—
ক) ১ : ১০০০০, খ) ১ : ২৫০০০
গ) ১ : ৫০০০০, ঘ) ১ : ১০০০০০
বিভাগ : খ
২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো। (যেকোনো ৬ টি) : [১×৬=৬]
২.১.১) মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
২.১.২) অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়।
২.১.৩) চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু।
২.১.৪) সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।
২.১.৫) দূষিত বাতাসকে স্ক্র্যাবারের সাহায্যে প্রতিশ্রুত করা হয়।
২.১.৬) ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরল। ২.১.৭) উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক।
২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যেকোনো ৬টি) : [১×৬=৬]
২.২.১) ফানিল আকৃতির চওড়া নদী মোহনাকে _________বলে।
২.২.২) বালিধারা গঠিত মরুভূমি সাহারায় __________ নামে পরিচিত।
২.২.৩) বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ____________ যন্ত্রের সাহায্যে।
২.২.৪) ___________ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫) মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায়__________ বলে।
২.২.৬) জোয়ার বাজরা রাগী প্রকৃতি ফসলকে একসাথে__________ বলে।
২.২.৭) ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি_________ স্থানে অবস্থিত।
২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যেকোনো ৬টি) : [১×৬=৬]
২.৩.১) মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো।
২.৩.২) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো।
২.৩.৩) একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো।
২.৩.৪) একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
২.৩.৫) গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কী বলে?
২.৩.৬); ভারতের কোন্ রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
২.৩.৭) ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?
২.৩.৮) ভারতের কোন সংস্থা ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রস্তুত করে।
২.৪) বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো। [১×৪=৪]
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ কালবৈশাখী | ১. বেঙ্গালুরু |
২.৪.২ আরাবল্লি পর্বত | ২. লখনৌ |
২.৪.৩ সিলিকন ভ্যালি | ৩. পশ্চিমবঙ্গ |
২.৪.৪ ইক্ষু গবেষণা কেন্দ্র | ৪. রাজস্থান |
উত্তর :
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ কালবৈশাখী | ৩) পশ্চিমবঙ্গ |
২.৪.২ আরাবল্লি পর্বত | ৪. রাজস্থান |
২.৪.৩ সিলিকন ভ্যালি | ১. বেঙ্গালুরু |
২.৪.৪ ইক্ষু গবেষণা কেন্দ্র | ২. লখনৌ |
বিভাগ : গ
৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : [২×৬=১২]
৩.১) জলবিভাজিকার সংজ্ঞা দাও।
অথবা, ইনসেলবার্জ কাকে বলে?
৩.২) নিরপেক্ষ আদ্রতা বলতে কী বোঝো?
অথবা, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও।
৩.৩) বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।
অথবা কম্পোস্টিং বলতে কী বোঝো?
৩.৪) মরুস্থলী বলতে কী বোঝো?
অথবা, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো।
৩.৫) পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো।
অথবা, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬) উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
অথবা, মিলিয়ন শিট বলতে কী বোঝো?
বিভাগ : ঘ
৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : [৩×৪=১২]
৪.১) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো।
অথবা, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো।
৪.২) বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো।
অথবা, ভাগীরথী-হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে?
৪.৩) ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো।
অথবা, ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো।
৪.৪) দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
অথবা, ভূবৈচিত্রসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।
বিভাগ : ঙ
৫.১) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। [৫×২=১০]
৫.১.১) নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২) বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো।
৫.১.৩) বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
৫.১.৪) সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।
৫.২) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। [৫×২=১০]
৫.২.১) উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
৫.২.২) ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
৫.২.৩) ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪) ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো।
বিভাগ : চ
৬) প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : [১×১০=১০]
৬.১) নীলগিরি পর্বত
৬.২) তাপ্তী নদী
৬.৩) লোকটাক হ্রদ
৬.৪) একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৫) মরু মৃত্তিকা অঞ্চল
৬.৬) উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৭) ভারতের ম্যানচেস্টার
৬.৮) পশ্চিমবঙ্গের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
৬.৯) দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
৬.১০) মুম্বাই
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন