একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন বার্ষিক পরীক্ষা
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা)
বার্ষিক পরীক্ষা - ২০২৪ একাদশ শ্রেণি । বিষয় : ভুগোল
সময় তিন ঘন্টা : পূর্ণমান - ৭০
বিভাগ - ক
১. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) ১ x ২১ = ২১
i ) পাত শব্দটি প্রথম ব্যবহার করেনক) স্পিচো খ) মেকেঞ্জি গ) পার্কার ঘ) উইলসন
ii) নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়
ক) ট্রানস্ফার চ্যুতি খ) বেনিয়ক জোন গ) ত্রিপাক সংযোগ ঘ) মধ্যম মহাসাগরীয় শৈলশিরা
iii ) ‘History of Ocean Basin’ বইটি লেখেন
ক) এইরি খ) হ্যারি হেস গ) প্র্যাট ঘ) ওয়েগনার
iv) মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে
ক) বাতের অভিসারী চলনের ফলে খ) প্রতিসারী চলনের ফলে গ) গিরিজনী আলোড়নের ফলে ঘ) মহিভাবক আলোড়নের ফলে
v) ম্যাঘমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে
ক) সিল খ) ডাই্ক গ) ল্যাকোলিথ ঘ) লোপোলিথ
vi) জলবায়ু ভেবে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলে
ক) হ্যাবিটেট সাকসেশন গ) বায়োম ঘ) জীবভর
vii) একটি গচ্ছিত সম্পদের উদাহরণ
ক) সূর্যালোক খ) বায়ু গ) কাঠ ঘ) কয়লা
viii) সূচালো ক্ষুদ্র পত্র যুক্ত কাজ দেখা যায় যে অরণ্যে
ক) সরলবর্গীয় খ) নিরক্ষীয় চিরহরিৎ গ) ক্রান্তীয় কর্ণমোচী ঘ) নাতিশীতোষ্ণ পর্ণমোচী
ix) ভেন্ট তৃণভূমি অবস্থিত
ক) মার্কিন যুক্তরাষ্ট্রে খ) দক্ষিণ আফ্রিকায় গ) অস্ট্রেলিয়ায় ঘ) ব্রাজিলে
x) বেরিং স্রোত লক্ষ্য করা যায়
ক) প্রশান্ত মহাসাগরে খ) আটলান্টিক মহাসাগরে গ) ভারত মহাসাগরে ঘ) কুমেরু মহাসাগরে
xi) একটি কোন জাতীয় সিন্ধু পরদের উদাহরণ হল
ক) রেডিওল্যারিয়ান খ) প্রবাল গ) টোরোপড ঘ) ডায়াট্ম
xii) বিয়োজকের একটি উদাহরণ
ক) ব্যাকটেরিয়া খ) সরীসৃপ গ) উভচর প্রাণী ঘ) পতঙ্গ
xiii) অ্যানাড্রোমাস মাছ
ক) সব সময় সমুদ্রে থাকে খ) সব সময় নদীতে থাকে গ) ডিম পাড়ার সময় সমুদ্রে আসে ঘ) ডিম পাড়ার সময় নদীতে আসে
xiv ) আসোয়ান বাঁধ রয়েছে
ক) মিসিসিপি নদীতে খ) ইরাবতী নদীতে গ) নীলনদে ঘ) সিন্ধু নদে
xv) ভূগর্ভের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক?
ক) সিয়াল খ) সীমা গ) গুরু মন্ডল ঘ) কেন্দ্রমন্ডল
xvi) একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ
ক) ৭০% খ) ৫০% গ) ২০% ঘ) ১০%
xvii) লোহার উৎকৃষ্ট আকরিক টি হল
ক) ম্যাগনেটাইট খ) অ্যান্থাসাইট গ) লিমোনাইট ঘ) সিডেরাইট
xviii) জরায়ুজ অংকুরদ্গম দেখা যায়
ক) তৈগা অরণ্যে খ) ম্যনগ্রোভ অরণ্যে গ) ম্রু উদ্ভিদে ঘ) চিরহরিৎ অরণ্যে
xix) চ্যুতিতল বরাবর যদি ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যায় তাকে বলে
ক) থ্রাস্ট চ্যুতি খ) স্বাভাবিক চ্যুতি গ) সোপান চ্যুতি ঘ) বিপরীত চ্যুতি
xx) বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলা হয়
ক) স্বভোজী খ) পরভোজী গ) বিয়োজক ঘ) মাংসাশী
xxi) পরিবেশ বান্ধব সম্পদের উদাহরণ হল
ক) কয়লা খ) পেট্রোলিয়াম গ) সৌরশক্তি ঘ) প্রাকৃতিক গ্যাস
বিভাগ খ
২. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ১x১৪ = ১৪
( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয়)
ক) পৃথিবীর মানচিত্র প্রথম কে অংকন করেন?খ) পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্বটি কী? অথবা গ্যালাক্সি কী?
গ) ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে? অথবা প্রতিসম ভাজের সংজ্ঞা লেখ
ঘ) পাঞ্জিয়া কী?
ঙ) জীবভর কাকে বলে? অথবা ইকোটনের সংজ্ঞা দাও
চ) কোন দুটি সমুদ্র স্রোত মিলিত হয়ে আঙ্গুলহাস স্রোত সৃষ্টি হয়?
ছ) নিরপেক্ষ সম্পদ কাকে বলে? অথবা, ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলার কারণ কী?
জ) জাতীয় সম্পদের একটি উদাহরণ দাও।
ঝ) পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য বন্দর গড়ে তোলা হয়েছে?
অথবা, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের একটি মৎস্যবহুল মগ্নচড়ার নাম লেখ।
ঞ) নিত্যবহ খাল কাকে বলে?
ট) জিম্বাবোয়ের ক্রান্তিয় তৃণভুমি কী নামে পরিচিত? অথবা কোন অরণ্যের কাথ থেকে সেলুলোজ উৎপাদন করা হয়?
ঠ) তামার একটি প্রধান আকরিকের নাম লেখ।
ড) OPEC এর পুরো নাম কী? অথবা ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায় অবস্থিত?
অথবা,
প্রতিসারি পাত সীমানা ও অভিসারী পাত সীমানার তুলনামূলক আলোচনা কর। ত্রিপাত সীমানা কাকে বলে?
৪) অগ্নুৎপাত এর ফলে সৃষ্ট যেকোনো তিন প্রকার উদ্বেধী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে?
অথবা
স্তুপ পর্বত ও গ্রস্থ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ। উর্ধ্বভঙ্গ ধারা ও অধভঙ্গ ধারা কাকে বলে?
৫) সমুদ্র জলে লবনতার তারতম্যের কারণগুলি বিশ্লেষণ কর। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের হিমশৈলের ভূমিকা উল্লেখ কর।
অথবা,
চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত সমূহ বর্ণনা কর। সামুদ্রিক অপক্ষের কাকে বলে?
৬) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কাষ্ঠ শিল্পে অনুন্নত কেন? সামাজিক বনসৃজন বলতে কী বোঝো?
অথবা,
নাতিশীতোষ্ণ মন্ডলে কৃষক ক্ষেত্রগুলি গড়ে ওঠার কারণ লেখ। মৎস্য চাষের ক্ষেত্রে প্ল্যাংটনের গুরুত্ব কী?
৭) মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক।
ক) প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত কর ও তাদের নাম লেখ।
i) ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল
ii) উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র.
খ) জলবিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো।
অথবা
কয়লার ব্যবহার সংক্ষেপে আলোচনা কর।
ঞ) নিত্যবহ খাল কাকে বলে?
ট) জিম্বাবোয়ের ক্রান্তিয় তৃণভুমি কী নামে পরিচিত? অথবা কোন অরণ্যের কাথ থেকে সেলুলোজ উৎপাদন করা হয়?
ঠ) তামার একটি প্রধান আকরিকের নাম লেখ।
ড) OPEC এর পুরো নাম কী? অথবা ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায় অবস্থিত?
বিভাগ - গ
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৭x৫ = ৩৫
৩) মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য লেখ। পাত সঞ্চালনের দুটি কারণ লেখ।অথবা,
প্রতিসারি পাত সীমানা ও অভিসারী পাত সীমানার তুলনামূলক আলোচনা কর। ত্রিপাত সীমানা কাকে বলে?
৪) অগ্নুৎপাত এর ফলে সৃষ্ট যেকোনো তিন প্রকার উদ্বেধী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে?
অথবা
স্তুপ পর্বত ও গ্রস্থ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ। উর্ধ্বভঙ্গ ধারা ও অধভঙ্গ ধারা কাকে বলে?
৫) সমুদ্র জলে লবনতার তারতম্যের কারণগুলি বিশ্লেষণ কর। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের হিমশৈলের ভূমিকা উল্লেখ কর।
অথবা,
চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত সমূহ বর্ণনা কর। সামুদ্রিক অপক্ষের কাকে বলে?
৬) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কাষ্ঠ শিল্পে অনুন্নত কেন? সামাজিক বনসৃজন বলতে কী বোঝো?
অথবা,
নাতিশীতোষ্ণ মন্ডলে কৃষক ক্ষেত্রগুলি গড়ে ওঠার কারণ লেখ। মৎস্য চাষের ক্ষেত্রে প্ল্যাংটনের গুরুত্ব কী?
৭) মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক।
ক) প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত কর ও তাদের নাম লেখ।
i) ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল
ii) উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র.
খ) জলবিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো।
অথবা
কয়লার ব্যবহার সংক্ষেপে আলোচনা কর।
—----------xx—----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন