দশম শ্রেণির ভূগোল প্রশ্ন প্রথম পর্যায় ২০২৫ ভূগোল প্রশ্ন ২০২৫ বিভাগ ক ১) সঠিক উত্তর নির্বাচন করে লেখো : ১.১) একটি বহিঃজাত প্রক্রিয়ার উদাহরণ হল — ক) ভূমিকম্প খ) পাত সঞ্চালন গ) অগ্ন্যুৎপাত ঘ) আবহবিকার ১.২) গ্রাফরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে — ক) টিল খ) ড্রামলিন গ) এসকার ঘ) বোল্ডার ১.৩) চলমান বালিয়াড়িকে বলে — ক) শটস খ) ধ্রিয়ান গ) ওয়াদি ঘ) ফ্লায়ার ১.৪) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত — ক) আরাবল্লী খ) বিন্ধ্য গ) মালগিরি ঘ) হিমালয় ২) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে অ লেখো। ১×৪=৪ ২.১) দুটি করির মাঝের উঁচু খাঁড়া অংশকে এরিটি বলে। ২.২) বারখান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি তৈরি হতে পারে। ২.৩) মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে। ২.৪) ব্রহ্মপুত্র নদ আরব সাগরে পতিত হয়েছে। ৩) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১×৪=৪ ৩.১) মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল _______। ৩.২) সমুদ্রের ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে__________ বলে। ৩.৩) ভারতের উচ্চতম জলপ্রপাতটি _______নদীর উপর অবস্থিত। ৩.৪) পাঞ্জাবের নতুন পলি গঠিত অঞ্...
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] ১.১) যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে— ক) নগ্নী ভবন, খ) আরোহন গ) পর্যায়ন, ঘ) অবরোহন ১.২) মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল— ক) অপসারণ, খ) অবঘর্ষ গ) ঘর্ষণ, ঘ) লম্ফদান ১.৩) সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল— ক) ১০১২.২ মিলিবার, খ) ১০১৩.২ মিলিবার গ) ১০১৪.২ মিলিবার, ঘ) ১০১৫.২ মিলিবার ১.৪) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে— ক) গ্রীষ্মকালে, খ) বসন্তকালে গ) শীতকালে, ঘ) সারা বছরব্যাপী ১.৫) এল নিনোর প্রভাব দেখা যায়— ক) আটলান্টিক মহাসাগর, খ) ভারত মহাসাগর গ) প্রশান্ত মহাসাগর, ঘ) উত্তর মহাসাগর ১.৬) কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল— ক) ১২ ঘন্টা, খ) ১২ ঘন্টা ২৬ মিনিট গ...