সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] ১.১) যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে— ক) নগ্নী ভবন, খ) আরোহন  গ) পর্যায়ন, ঘ) অবরোহন  ১.২) মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল— ক) অপসারণ, খ) অবঘর্ষ  গ) ঘর্ষণ, ঘ) লম্ফদান ১.৩) সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল— ক) ১০১২.২ মিলিবার, খ) ১০১৩.২ মিলিবার  গ) ১০১৪.২ মিলিবার, ঘ) ১০১৫.২ মিলিবার ১.৪) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে— ক) গ্রীষ্মকালে, খ) বসন্তকালে  গ) শীতকালে, ঘ) সারা বছরব্যাপী ১.৫) এল নিনোর প্রভাব দেখা যায়— ক) আটলান্টিক মহাসাগর, খ) ভারত মহাসাগর  গ) প্রশান্ত মহাসাগর, ঘ) উত্তর মহাসাগর  ১.৬) কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল— ক) ১২ ঘন্টা, খ) ১২ ঘন্টা ২৬ মিনিট  গ...
সাম্প্রতিক পোস্টগুলি

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২২

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২২ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২২ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] ১.১) যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে— ক) অগ্ন্যুদগম, খ) আরোহন  গ) সঞ্চয়কার্য, ঘ) অবরোহন  ১.২) দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে— ক) জলবিভাজিকা, খ) নদী মঞ্চ  গ) স্বাভাবিক বাঁধ, ঘ) দোয়াব ১.৩) হিমবাহ সৃষ্ট রদ হল— ক) করি হ্রদ, খ) প্লায়া হ্রদ গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঘ) উপহ্রদ ১.৪) বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে— ক) বালিয়াড়ি, খ) হামাদা  গ) ধ্রিয়ান, ঘ) লোয়েস  ১.৫) সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে— ক) শটস, খ) বোলসন গ) ধান্দ, ঘ) তাল  ১.৬) কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে যে রাজ্য থেকে— ক) তেলেঙ্গানা, খ) জম্মু ও কাশ্মীর  গ) উত্তরাখণ্ড, ঘ) ঝাড়খন্ড  ১.৭) শিবালিক ও অবহ হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে— ক) ভাবর, খ) খাদার গ) কারেওয়া, ঘ) দুন  ১.৮) ভ...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২১

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২১ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২১ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] করোনা মহামারীর কারণে এই বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই, ২০২১ সালের মাধ্যমিক ভূগোল প্রশ্ন পাওয়া যাবে না। মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্ন ঃ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০২৪ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০২৩ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০২২ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০২১ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০২০ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০১৯ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০১৮ মাধ্যমিক ভূগোল প্রশ্ন - ২০১৭  

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২০ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] উত্তর পাওয়া যাবে প্রশ্নের শেষে । ১.১) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে— ক) আবহবিকার, খ) পর্যায়ন প্রক্রিয়া  গ) অন্তর্জাত প্রক্রিয়া, ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া  ১.২) মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়— ক) ইয়ারদাং, খ) জিউগেন গ) বালিয়াড়ি, ঘ) ইনসেলবার্জ  ১.৩) অশ্ব অক্ষাংশ অবস্থিত— ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়  গ) মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ঘ) মেরু উচ্চচাপ বলয় ১.৪) দিনরাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়— ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে  গ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ঘ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে  ১.৫) সমুদ্রস্রোত সৃষ্টি নির্...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৯

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৯ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৯ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] ১.১) যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে— ক) আরোহণ প্রক্রিয়া, খ) অবরোহন প্রক্রিয়া  গ) আবহবিকার প্রক্রিয়া, ঘ) নগ্নীভবন প্রক্রিয়া  ১.২) পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে— ক) নুনাটাক, খ) ক্রেভাস  গ) অ্যারেট, ঘ) সার্ক  ১.৩) বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে— ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে  গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে  ১.৪) ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে— ক) চিনুক, খ) সিরোক্কো গ) মিস্ত্রাল, ঘ) বোরা ১.৫) উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে— ক) হিমপ্রাচীর, খ) হিমশৈল  গ) হিমানী সম্প্রপাত, ঘ) হিমগুল্ম  ১.৬) পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে— ক...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৮

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৮ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৮ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪] ১.১) শুষ্ক অঞ্চলে গিরিখাত কে কি বলা হয় — ক) ক্যানিয়ন, খ) ‘V’ আকৃতির উপত্যকা গ) মন্থকূপ, ঘ) ধান্দা ১.২) পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে— ক) নীল নদের মোহনায়, খ) হোয়াংহোর মোহনায়  গ) সিন্ধু নদের মোহনায়, ঘ) মিসিসিপি-মিসৌরির মোহনায়  ১.৩) উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, নিম্নলিখিত স্তরে— ক) আয়োনোস্ফিয়ার, খ) স্ট্রাটোস্ফিয়ার গ) মেসোস্ফিয়ার, ঘ) এক্সোস্ফিয়ার ১.৪) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়— ক) সাইক্লোন, খ) টুইস্টার, গ) টাইফুন, ঘ) হারিকেন  ১.৫) শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল— ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল, খ) গিনি উপকূল  গ) ফ্লোরিডা উপকূল, ঘ) পেরু উপকূল  ১.৬) মরা কোটাল এর সম...

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৭

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৭ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৭ বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, প্রশ্ন ও উত্তর বিভাগ : ক ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  : ১.১) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে — ক) বহির্জাত প্রক্রিয়া, খ) আন্তর্জাত প্রক্রিয়া  গ) গিরিজনি আলোড়ন, ঘ) মহীভাবক আলোড়ন ১.২) লবণ যুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল — ক) অবঘর্ষ হয় খ) ঘর্ষণ ক্ষয়  গ) জলপ্রবাহ ক্ষয়, ঘ) দ্রবণ ক্ষয়  ১.৩) হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল — ক) হাইড্রোজেন স্তর, খ) হিলিয়াম স্তর  গ) পারমাণবিক অক্সিজেন স্তর, ঘ) আণবিক নাইট্রোজেন স্তর  ১.৪) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় — ক) থার্মোমিটার খ) ব্যারোমিটার  গ) হাইগ্রোমিটার ঘ) অ্যানিমোমিটার ১.৫) এল নিনোর প্রভাব দেখা যায় — ক) আটলান্টিক মহাসাগরে, খ) প্রশান্ত মহাসাগরে  গ) ভারত মহাসাগরে, ঘ) সুমেরু মহাসাগরে  ১.৬) পৃথিবী থেকে চাঁদের দূরত...
===============================
QUESTION BANK (সূচিপত্র)
===============================
===============================
এই সব প্রশ্নের আদর্শ উত্তর পেতে চাও?
তাহলে
নিচের বইগুলো ভিজিট করো
===============================