মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২২
![]() |
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২২ |
বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
বিভাগ : ক
১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪]
১.১) যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে—
ক) অগ্ন্যুদগম, খ) আরোহন
গ) সঞ্চয়কার্য, ঘ) অবরোহন
১.২) দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে—
ক) জলবিভাজিকা, খ) নদী মঞ্চ
গ) স্বাভাবিক বাঁধ, ঘ) দোয়াব
১.৩) হিমবাহ সৃষ্ট রদ হল—
ক) করি হ্রদ, খ) প্লায়া হ্রদ
গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঘ) উপহ্রদ
১.৪) বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে—
ক) বালিয়াড়ি, খ) হামাদা
গ) ধ্রিয়ান, ঘ) লোয়েস
১.৫) সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে—
ক) শটস, খ) বোলসন
গ) ধান্দ, ঘ) তাল
১.৬) কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে যে রাজ্য থেকে—
ক) তেলেঙ্গানা, খ) জম্মু ও কাশ্মীর
গ) উত্তরাখণ্ড, ঘ) ঝাড়খন্ড
১.৭) শিবালিক ও অবহ হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে—
ক) ভাবর, খ) খাদার
গ) কারেওয়া, ঘ) দুন
১.৮) ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল—
ক) হিরাকুঁদ, খ) ভাকরা নাঙ্গাল
গ) নাগার্জুন সাগর, ঘ) রাণাপ্রতাপ সাগর
১.৯) ‘মৌসুমী বিস্ফোরণ’ প্রথম দেখা যায়—
ক) কেরলে, খ) কর্নাটকে
গ) মেঘালয়ে, ঘ) পশ্চিমবঙ্গে
১.১০) যে অঞ্চলে ‘চন্দন’ গাছ জন্মায় তা হল—
ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ, ঘ) সরলবর্গীয় উদ্ভিদ
১.১১) ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত—
ক) জোড়াহাটে, খ) বেঙ্গালুরুতে
গ) চিকমাগালুরে, ঘ) কোয়েম্বাটোরে
১.১২) পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল—
ক) দুর্গাপুরে, খ) খড়্গপুরে
গ) সেক্টর ফাইভ সল্টলেকে, ঘ) শিলিগুড়িতে
১.১৩) ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল—
ক) ৪০০০, খ) ৫০০০
গ) ৬০০০, ঘ) ৭০০০
১.১৪) ভারতের বৃহত্তম বন্দর হল—
ক) হলদিয়া, খ) চেন্নাই
গ) কলকাতা, ঘ) মুম্বাই
বিভাগ : খ
২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। (যেকোনো ছয়টি) : [১×৬=৬]
২.১.১) নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক।
২.১.২) সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলে।
২.১.৩) শ্রীলঙ্কা ভারতের সীমানা যুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।
২.১.৪) ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।
২.১.৫) লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ।
২.১.৬) দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত
২.১.৭) ভারতের একটি বনজভিত্তিক শিল্প হল কাগজ শিল্প।
২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যেকোনো ছয়টি) : [১×৬=৬]
২.২.১) নীলনদের বদ্বীপ ________ আকৃতির।
২.২.২) দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে _________ বলে।
২.২.৩) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল __________ ।
২.২.৪) অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ________ নামে পরিচিত।
২.২.৫) উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় কে বলে ________।
২.২.৬) __________ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।
২.২.৭) জামনগর __________ শিল্পের জন্য বিখ্যাত।
২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যেকোনো ছয়টি): [১×৬=৬]
২.৩.১) নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে?
২.৩.২) মেরু অঞ্চলে কোন্ উচ্চতায় হিমরেখা দেখা যায়?
২.৩.৩) বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো।
২.৩.৪) পশ্চিম হিমালয়ের ‘তাল’ কী?
২.৩.৫) ভারতের কোন্ রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়?
২.৩.৬) পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি-পদ্ধতির নাম লেখো।
২.৩.৭) ভারতের কোন্ রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?
২.৩.৮) ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল?
২.৪) বাম দকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো। [১×৪=৪]
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ নামচা বারওয়া | ১. রাজস্থান |
২.৪.২ মাজুলি | ২. ওড়িশা |
২.৪.৩ মরুস্থলী | ৩. পূর্ব হিমালয়ের শৃঙ্গ |
২.৪.৪ পারাদীপ | ৪. ব্রহ্মপুত্র |
উত্তর :
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ নামচা বারওয়া | ৩. পূর্ব হিমালয়ের শৃঙ্গ |
২.৪.২ মাজুলি | ৪. ব্রহ্মপুত্র |
২.৪.৩ মরুস্থলী | ১. রাজস্থান |
২.৪.৪ পারাদীপ | ২. ওড়িশা |
বিভাগ : গ
৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : [২×৬=১২]
৩.১) পর্যায়নের সংজ্ঞা দাও।
অথবা, পলোল শঙ্কু কী?
৩.২) পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো?
অথবা, তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।
৩.৩) ‘ময়দান’ বলতে কী বোঝো?
অথবা, ‘কচ্ছের রন’ কী?
৩.৪) ‘পশ্চিমী ঝঞ্জা’র সংজ্ঞা দাও।
অথবা, কৃষি বনসৃজন বলতে কী বোঝো?
৩.৫) ধাপ চাষের সংজ্ঞা দাও।
অথবা, বাণিজ্যিক ফসল কী?
৩.৬) ‘বিশুদ্ধ কাঁচামাল’ বলতে কী বোঝো?
অথবা, ‘উত্তর দক্ষিণ করিডোর’ কী?
বিভাগ : ঘ
৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : [৩×৪=১২]
৪.১) উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো।
অথবা, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো।
৪.২) সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।
অথবা, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য উল্লেখ করো।
৪.৩) পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বত মালার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
অথবা, ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো।
৪.৪) ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো।
অথবা, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন?
বিভাগ : ঙ
৫.১) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। [৫×২=১০]
৫.১.১) মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো।
৫.১.২) হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরণ দাও।
৫.১.৩) বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরণ দাও।
৫.১.৪) শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।
৫.২) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। [৫×২=১০]
৫.২.১) ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো।
৫.২.২) ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।
৫.২.৩) ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
৫.২.৪) পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
বিভাগ : চ
৬) প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। [১×১০=১০]
৬.১) বিন্ধ পর্বত
৬.২) মালাবার উপকূল
৬.৩) কাবেরী নদী
৬.৪) একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
৬.৫) একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
৬.৬) উত্তর-পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
৬.৭) পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
৬.৮) একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র
৬.৯) পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর
৬.১০) নতুন দিল্লি
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন