সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৮

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৮

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৮,Madhyamik Geography Questions 2018,Secondary Geography Questions 2018,
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৮

বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, প্রশ্ন ও উত্তর

বিভাগ : ক

১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : [১×১৪=১৪]

১.১) শুষ্ক অঞ্চলে গিরিখাত কে কি বলা হয় —
ক) ক্যানিয়ন, খ) ‘V’ আকৃতির উপত্যকা
গ) মন্থকূপ, ঘ) ধান্দা
১.২) পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে—
ক) নীল নদের মোহনায়, খ) হোয়াংহোর মোহনায় 
গ) সিন্ধু নদের মোহনায়, ঘ) মিসিসিপি-মিসৌরির মোহনায় 
১.৩) উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, নিম্নলিখিত স্তরে—
ক) আয়োনোস্ফিয়ার, খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার, ঘ) এক্সোস্ফিয়ার
১.৪) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—
ক) সাইক্লোন, খ) টুইস্টার,
গ) টাইফুন, ঘ) হারিকেন 
১.৫) শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল—
ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল, খ) গিনি উপকূল 
গ) ফ্লোরিডা উপকূল, ঘ) পেরু উপকূল 
১.৬) মরা কোটাল এর সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে—
ক) ১৮০°, খ) ৩৬০°
গ) ৯০°, ঘ) ১২০°
১.৭) নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য—
ক) প্লাস্টিক বর্জ্য, খ) কৃত্রিম রবার বর্জ্য 
গ) অ্যালুমিনিয়াম পাত, ঘ) সবকটিই প্রযোজ্য 
১.৮) নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়—
ক) মধ্য প্রদেশ, খ) অন্ধ্রপ্রদেশ 
গ) বিহার, ঘ) উত্তর প্রদেশ 
১.৯) শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে—
ক) খাদার, খ) ভাঙ্গার 
গ) ভাবর, ঘ) বেট 
১.১০) ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল—
ক) প্যাংগং হ্রদ, খ) ভীমতাল হ্রদ 
গ) ডাল হ্রদ, ঘ) লোকটাক হ্রদ
১.১১) ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, নিম্নলিখিত অঞ্চলে—
ক) গাঙ্গেয় সমভূমি, খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল 
গ) সুন্দরবন, ঘ) মরু অঞ্চল 
১.১২) গম হল একটি—
ক) রবি শস্য, খ) খরিফ শস্য 
গ) জায়িদ শস্য, ঘ) পানিয় শস্য
১.১৩) উত্তরের শ্রীনগর থেকে দক্ষিনে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেয়া হয়েছে—
ক) পূর্ব-পশ্চিম করিডর, খ) সোনালি চতুর্ভুজ 
গ) উত্তর-দক্ষিণ করিডোর, ঘ) উত্তর-মধ্য করিডর 
১.১৪) ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল—
ক) IRS খ) LANDSAT
গ) SPOT ঘ) STATION

বিভাগ : খ

২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশের ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো। (যে-কোনো ৬টি) : [১×৬=৬]

২.১.১) জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। 
২.১.২) বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
২.১.৩) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতুপরিবর্তন লক্ষ্য করা যায়।
২.১.৪) প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। 
২.১.৫) বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। 
২.১.৬) পেট্রোরসায়ন শিল্প কে ‘আধুনিক শিল্পদানব’ আখ্যা দেয়া হয়।
২.১.৭) মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম। 

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যে-কোনো ৬টি) : [১×৬=৬]

২.২.১) __________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাক ‘মিয়েন্ডার’ নামে পরিচিত।
২.২.২) হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল গুলিকে___________ বলে। 
২.২.৩) বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে __________ বলে। 
২.২.৪) ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ________ বলা হয়। 
২.২.৫) যেসকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায়, তাকে _________ বলে।
২.২.৬) ___________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। 
২.২.৭) ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ___________ শতাংশ। 

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যেকোনো ৬টি) : [১×৬=৬]

২.৩.১) সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
২.৩.২) বায়ুমণ্ডলের কোন্ স্তরে জেট বিমান যাতায়াত করে?
২.৩.৩) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী?
২.৩.৪) একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
২.৩.৫) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
২.৩.৬) ভারতের কোন্ অরণ্যে সিংহ পাওয়া যায়?
২.৩.৭) ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।
২.৩.৮) কোন মানচিত্রে সমোন্নতিরেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়?

২.৪) বাম দিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো। [১×৪=৪]

বামদিক ডানদিক
২.৪.১ তাল ১. কফি গবেষণা কেন্দ্র
২.৪.২ ঝুম চাষ ২. ডিজেল রেলইঞ্জিন
২.৪.৩ চিকমাগালুর ৩. পশ্চিম হিমালয়ের হ্রদ
২.৪.৪ বারাণসী ৪.  মৃত্তিকা ক্ষয়
উত্তর :
বামদিক ডানদিক
২.৪.১ তাল ৩. পশ্চিম হিমালয়ের হ্রদ
২.৪.২ ঝুম চাষ ৪. মৃত্তিকা ক্ষয়
২.৪.৩ চিকমাগালুর ১. কফি গবেষণা কেন্দ্র
২.৪.৪ বারাণসী ২. ডিজেল রেলইঞ্জিন

বিভাগ : গ

৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : [২×৬=১২]

৩.১) ‘অপসারণ গর্ত’ কিভাবে সৃষ্টি হয়?
অথবা, হিমশৈল কী?
৩.২) চিনুক কী?
অথবা, অ্যাপোজি জোয়ার কাকে বলে? 
৩.৩) বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়?
অথবা, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো?
৩.৪) কর্ণাটক মালভূমির দুটি ভূ প্রাকৃতিক অংশের নাম লেখো।
অথবা, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী?
৩.৫) ধাপচাষের গুরুত্ব কী?
অথবা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?
৩.৬) উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? 
অথবা, ভূবৈচিত্রসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। 

বিভাগ : ঘ

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়) : [৩×৪=১২]

৪.১) নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো।
অথবা, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 
৪.২) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কী কী?
অথবা, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?
৪.৩) ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো।
অথবা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? 
৪.৪) ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী?
অথবা, ভূবৈচিত্রসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।

বিভাগ : ঙ

৫.১) যেকোনো দুটি প্রশ্নের উত্তর : [৫×২=১০]

৫.১.১) হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও।
৫.১.২) পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 
৫.১.৩) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 
৫.১.৪) সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দা : [৫×২=১০]

৫.২.১) ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 
৫.২.২) ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 
৫.২.৩) পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪) ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো।

বিভাগ : চ

৬) প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।

৬.১) শিবালিক পর্বত 
৬.২) কৃষ্ণা নদী 
৬.৩) ভারতের শুষ্কতম অঞ্চল 
৬.৪) ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল 
৬.৫) ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার 
৬.৬) উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল 
৬.৭) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার 
৬.৮) পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর 
৬.৯) ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র 
৬.১০) ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর 
-----------xx-----------

মন্তব্যসমূহ

===============================
QUESTION BANK (সূচিপত্র)
===============================
===============================
এই সব প্রশ্নের আদর্শ উত্তর পেতে চাও?
তাহলে
নিচের বইগুলো ভিজিট করো
===============================

বহুলপঠিত প্রশ্নাবলী

উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা - ২০২৪

উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা - ২০২৪ ক ভাষা (নতুন পাঠক্রম) মোট সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                           পূর্ণমান : ৮০ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেয়া হবে। রূপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে। নির্দেশাবলী : 🔘 এই প্রশ্ন পুস্তিকাটি পৃষ্ঠা সংখ্যা ১৬। 🔘 প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যত্র নয়। 🔘 বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে। (বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি) ১. ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো ১৮ টি প্রশ্নের উত্তর দাও)। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় : (i) সংসারে তার নাকি মন নেই। — এখানে যার কথা বলা হয়েছে সে হল - ক) মৃত্যুঞ্জয়                          খ) মৃত্যুঞ্জ...

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন । নির্বাচনী পরীক্ষা - ২০২৪

  বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উঃমাঃ) নির্বাচনী পরীক্ষা - ২০২৩ দশম শ্রেণি, বিষয় - ভূগোল সময় : ৩ ঘ. পূর্ণমান : ৯০ বিভাগ — 'ক' ১) নিম্নলিখিতগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : ১X১৪ = ১৪ ক) শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় - i) ধান্দ  (ii) V - আকৃতির উপত্যকা iii) ক্যানিয়ন iv) মন্থকূপ খ) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –  1) বহির্জাত প্রক্রিয়া ii) অন্তর্জাত প্রক্রিয়া iii) গিরিজনি আলোড়ন iv) মহীভাবক আলোড়ন গ) উল্কা পিও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে  i) আয়নোস্ফিয়ার ii) স্ট্র্যাটোস্ফিয়ার iii) মেসোস্ফিয়ার iv) এক্সোস্ফিয়ার ঘ) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় – i) থার্মোমিটার ii) ব্যারোমিটার  iii) হাইগ্রোমিটার iv) অ্যানিমোমিটার ঙ) এল নিনোর প্রভাব দেখা যায়। (i) আটল্যান্টিক মহাসাগরে (ii) প্রশান্ত মহাসাগরে iii) ভারত মহাসাগরে iv) সুমেরু মহাসাগরে চ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – i) ভরা কোটাল ii) মরা কোটাল iii) পেরিজ...

একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন বার্ষিক পরীক্ষা - ২০২৪

একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন  বার্ষিক পরীক্ষা বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ হাইস্কুল (উ.মা) বার্ষিক পরীক্ষা - ২০২৪  একাদশ শ্রেণি । বিষয় : ভুগোল সময় তিন ঘন্টা : পূর্ণমান - ৭০ বিভাগ - ক ১. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) ১ x ২১ = ২১ i ) পাত শব্দটি প্রথম ব্যবহার করেন ক) স্পিচো খ) মেকেঞ্জি গ) পার্কার ঘ) উইলসন ii) নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ক) ট্রানস্ফার চ্যুতি খ) বেনিয়ক জোন গ) ত্রিপাক সংযোগ ঘ) মধ্যম মহাসাগরীয় শৈলশিরা iii ) ‘History of Ocean Basin’ বইটি লেখেন ক) এইরি খ) হ্যারি হেস গ) প্র্যাট ঘ) ওয়েগনার iv) মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে ক) বাতের অভিসারী চলনের ফলে খ) প্রতিসারী চলনের ফলে গ) গিরিজনী আলোড়নের ফলে ঘ) মহিভাবক আলোড়নের ফলে v) ম্যাঘমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে ক) সিল খ) ডাই্ক গ) ল্যাকোলিথ ঘ) লোপোলিথ vi) জলবায়ু ভেবে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলে ক) হ্যাবিটেট সাকসেশন গ) বায়োম ঘ) জীবভর vii) একটি গচ্ছিত সম্পদের উদাহরণ ক) সূর্যালোক খ) বায়ু গ) কাঠ ঘ) কয়লা viii) সূচালো ক্ষুদ্র পত্র যুক্ত কাজ দেখা যায় য...