মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৭
![]() |
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০১৭ |
বহুবিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, বাম ও ডানদিক মেলাও, প্রশ্ন ও উত্তর
বিভাগ : ক
১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে —
ক) বহির্জাত প্রক্রিয়া, খ) আন্তর্জাত প্রক্রিয়া
গ) গিরিজনি আলোড়ন, ঘ) মহীভাবক আলোড়ন
১.২) লবণ যুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল —
ক) অবঘর্ষ হয় খ) ঘর্ষণ ক্ষয়
গ) জলপ্রবাহ ক্ষয়, ঘ) দ্রবণ ক্ষয়
১.৩) হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল —
ক) হাইড্রোজেন স্তর, খ) হিলিয়াম স্তর
গ) পারমাণবিক অক্সিজেন স্তর, ঘ) আণবিক নাইট্রোজেন স্তর
১.৪) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় —
ক) থার্মোমিটার খ) ব্যারোমিটার
গ) হাইগ্রোমিটার ঘ) অ্যানিমোমিটার
১.৫) এল নিনোর প্রভাব দেখা যায় —
ক) আটলান্টিক মহাসাগরে, খ) প্রশান্ত মহাসাগরে
গ) ভারত মহাসাগরে, ঘ) সুমেরু মহাসাগরে
১.৬) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে —
ক) ভরা কোটাল, খ) মরা কোটাল
গ) পেরিজি জোয়ার, ঘ) অ্যাপোজি জোয়ার
১.৭) বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল —
ক) বর্জ্যের পুনর্ব্যবহার, খ) বর্জ্যের পুনর্নবীকরণ
গ) বর্জ্যের পরিমাণগত হ্রাস, ঘ) সবগুলি প্রযোজ্য
১.৮) ভারতের নবীনতম রাজ্যটি হল—
ক) উত্তরাখন্ড, খ) তেলেঙ্গানা
গ) ছত্রিশগড়, ঘ) গোয়া
১.৯) উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তা হল—
ক) কালবৈশাখী, খ) আঁধি
গ) পশ্চিমী ঝঞ্ঝা, ঘ) লু
১.১০) ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—
ক) জলসেচ, খ) ঝুমচাষ
গ) ফালিচাষ, ঘ) পশুচারণ
১.১১) ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল—
ক) মহারাষ্ট্র, খ) উত্তর প্রদেশ
গ) বিহার, ঘ) পশ্চিমবঙ্গ
১.১২) ভারতের সিলিকন ভ্যালি বলা হয়—
ক) চেন্নাই, খ) বেঙ্গালুরু
গ) কলকাতা, ঘ) দিল্লী
১.১৩) ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল—
ক) ১ নম্বর জাতীয় সড়ক, খ) ২ নম্বর জাতীয় সড়ক
গ) ৬ নম্বর জাতীয় সড়ক, ঘ) ৭ নম্বর জাতীয় সড়ক
১.১৪) ১৫'×১৫' অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল—
ক) ১ : ২৫০০০০ খ) ১ : ১০০০০০
গ) ১ : ৫০০০০ ঘ) ১ : ২৫০০০
বিভাগ : খ
২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। (যে-কোনো ৬টি)
২.১.১) বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়।
২.১.২) ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।
২.১.৩) ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
২.১.৪) সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
২.১.৫) ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়।
২.১.৬) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।
২.১.৭) উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।
২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। (যে-কোনো ৬টি)।
২.২.১) বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলিকরণ ঘটলে, তাকে___________ বলে।
২.২.২) হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মত ভূমিরূপকে________ বলে।
২.২.৩) কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _________ গোলার্ধে অবস্থিত।
২.২.৪) পৃথিবী _________ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।
২.২.৫) শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (Air Condition) ব্যবহারের ফলে বায়ুমন্ডলে___________ গ্যাস নির্গত হয়।
২.২.৬) দেবপ্রয়াাগে ভাগীরথী ও ___________ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।
২.২.৭) ___________ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।
২.৩) একটি বা দু’টি শব্দে উত্তর দাও। (যেকোনো ৬টি)
২.৩.১) যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
২.৩.২) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
২.৩.৩) ক্রান্তীয় সমুদ্রে কোন্ ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?
২.৩.৪) প্লাস্টিক কোন্ ধরনের বর্জ্য?
২.৩.৫) ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?
২.৩.৬) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?
২.৩.৭) ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
২.৩.৮) কোন্ সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে?
২.৪) বাম দিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো।
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ ইসরো | ১. কেৱল |
২.৪.২ ভেমবানাদ | ২. ভারতের শুল্কমুক্ত বন্দর |
২.৪.৩ আঁধি | ৩. ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা |
২.৪.৪ কান্ডালা | ৪. রাজস্থান |
উত্তর :
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১ ইসরো | ৩. ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা |
২.৪.২ ভেমবানাদ | ১. কেৱল |
২.৪.৩ আঁধি | ৪. রাজস্থান |
২.৪.৪ কান্দালা | ২. ভারতের শুল্কমুক্ত বন্দর |
বিভাগ : গ
৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)।
৩.১) পাখির পায়ের মতো ব-দ্বীপ কীভাবে গঠিত হয়?
অথবা, বার্গশ্রুন্ড কী?
৩.২) জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা, বানডাকা কী?
৩.৩) বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো?
অথবা, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?
৩.৪) মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও।
অথবা, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
৩.৫) জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো?
অথবা, তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬) জিওস্টেশনারি উপগ্রহ কী?
অথবা, দূরসংবেদন কী?
বিভাগ : ঘ
৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।
৪.১) মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?
অথবা, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো।
৪.২) জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো।
অথবা, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী?
৪.৩) পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ভারতে নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো।
৪.৪) উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো।
অথবা, ভূবৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।
বিভাগ : ঙ
৫.১) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
৫.১.১) শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো।
৫.১.২) বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।
৫.১.৩) পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৫.১.৪) বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো।
৫.২) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
৫.২.১) ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
৫.২.২) ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩) পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪) ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের ৫ টি কারণ আলোচনা করো।
বিভাগ : চ
৬) প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তর-পত্রের সঙ্গে জুড়ে দাও।
৬.১) নীলগিরি পর্বত
৬.২) তাপ্তি নদী
৬.৩) বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
৬.৪) পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল
৬.৫) পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল
৬.৬) ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
৬.৭) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল
৬.৮) ভারতের হাইটেক বন্দর
৬.৯) পূর্ব ভারতের একটি মহানগর
৬.১০) দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর।
-----------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন